৩০ কেজি ওজনের মাগুর !!

273

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ গতকাল বুধবার বিকাল ৫টার দিকে গাজীরটেকের খালে মোঃ ঈমান আলী (৬২) একটি অতিকায় আকৃতির মাগুর মাছটি ধরেন। প্রায় ৩০ কেজি ওজনের এই মাছটি তিনি দেশীয় ট্যাটার সাহায্যে ধরেন।

ঈমান আলী একজন সৌখিন মৎস্য শিকারী। অতিকায় এই মাছটি এলাকয় আলোড়ন সৃষ্টি করেছে। মাছটি দেখতে দুর-দুরান্ত থেকে শত শত মানুষ ভীড় করছে।

আপনার মতামত দিন