দোহারে ৩য় দিনেও হরতাল পালিত

243

এম.এ.সবুজ, নিউজ৩৯.নেট ♦ বিএনপি নেতৃত্বাধীন  ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল ৩য় দিনেও হরতাল পালিত হয়েছে। বুধবার সকালে মেঘুলায় কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেরে-এ বাংলা মাঠের পাশে সড়কে হরতাল সমর্থকরা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করে।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে, খুব সকালে কে বা কারা মাঠের পাশে রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। সকাল পর্যন্ত সেই আগুন জ্বলছিল।

উল্লেখ্য, গত কয়েকটি হরতালের চেয়ে এখনকার হরতালে দোহার চোখে পড়ার মত পালিত হচ্ছে। হালকা যানবাহন ছাড়া বড় ধরনের কোন যানবাহন চলে না।

এর আগে বিএনপি ও জামাত-শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা জানান, দোহার থানা একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে কোন হিংসাত্মক রাজনীতি তাঁরা করেন না। তবে সরকার বা প্রশাসন থেকে তাদের কেন্দ্রীয় কর্মসূচিতে বাধা দিলে তারাও আন্দোলন কে অ্যারো কঠিন ভাবে করবেন।

আপনার মতামত দিন