২৫ দিন ধরে মাদরাসা ছাত্র সায়েম নিখোঁজ

302

ঢাকার দোহার উপজেলার মো. সায়েম মোল্লা (১৩) নামে এক মাদরাসা ছাত্র ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ সায়েম উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ গ্রামের মো. সাঈদ মোল্লার ছেলে। সে ঢাকার বাংলামটর মাহমুদিয়া হাফিজিয়া মাদরাসার আবাসিক হলে থেকে পড়াশুনা করতো।

এ ঘটনায় নিখোঁজ মাদরাসা ছাত্রের বাবা সাঈদ মোল্লা বাদী হয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাঈদ মোল্লা জানান, গত ২রা সেপ্টেম্বর দুপুরে মাদরাসা থেকে কাউকে না বলে সায়েম বের হয়ে আর মাদরাসায় ফেরেনি। মাদরাসা বা বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। তবে এখনো আমার একমাত্র ছেলেকে খূঁজে পাইনি।

তার কোন সন্ধান পাওয়া গেলে শাহবাগ থানায় অথবা নিম্ম মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করেন সায়েমের বাবা সাঈদ মোল্লা।

সাইদ মোল্লা-  ০১৮৬১৯০০১৮১

আপনার মতামত দিন