২২ দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলো তুমান মাহমুদ

766

২২ দিন লড়াই শেষ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলো তুমান মাহমুদ(২৭)। আজ সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরন করেন। গত ২৬ মে তুমান মাহমুদ মাঝিরকান্দায় অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তুমান মাহমুদের বাড়ি দোহার পৌরসভার ইউসুফপুরে অবস্থিত।

গত 26 মে নবাবগঞ্জ এর মাঝিরকান্দায় তুমান মাহমুদের বাইকের সাথে ব্যাটারি চালিত অটোর সংঘর্ষ হয়। এই সময় আরো দুই জন আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত আসলেও গুরুতর অবস্থায় তুমান মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। সেইখানে ৪ থেকে ৫ দিন আইসিইউ সংকটের কারনে তাকে বেডে রাখা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ২২ দিন পর মঙ্গলবার রাতে তার জ্ঞান দিরে। কিন্তু বুধবার সকাল ৬.৩০ মিনিটে সে মৃত্যুবরন করেন।

আপনার মতামত দিন