২১শে অগাস্ট উপলক্ষে দোহারে স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও আলোচনা সভা

58

শরিফ হাসান ও মোঃ আল-আমিন, news39.net: দোহারে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলো দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে দোয়া করা হয়, তাদের আত্মত্যাগ নিয়ে আলোচনা হয় এবং সেখান থেকে শিক্ষা হয়ে দলের ও দেশের জন্য আত্নত্যাগে উদবুদ্ধ হয়ে, কাজ করার জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মীকে আহবান জানানো হয়।

শনিবার বিকাল ৫ঃ৩০টায় দোহার উপজেলার থানার মোড়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের নিচতলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিলাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাসেদ চোকদার, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসবেক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জিয়া, কার্যকরী সদস্য আব্দুস কুদ্দুস, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ বাপ্পি, আইনবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আসলাম খান, মাসুম বিল্লাহ, ইউছুফ চোকদার, সাইদুল, রমজান মৃধা, সাইদুল মৃধা, ফরহাদ, খালেক, রবিনসহ প্রমুখ।

আপনার মতামত দিন