১৫ বছর পর ঢাকা জেলা যুবদলের কমিটি গঠনঃ সভাপতি – সেক্রেটারীর দুই পদ

    1040

    শরিফ হাসান, নিউজ৩৯: প্রায় ১৫ বছরের স্থবিরতার পর গঠিত হলো ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি। বাংলাদেশ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ২৩৬ সদস্য বিশিষ্ট শুক্রবার এই কমিটির অনুমোদন দিয়েছেন।

    সবচেয়ে আলোচিত হচ্ছে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে ঢাকা জেলা যুবদলের এই নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে । এছাড়া সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মুরাদ বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি। বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত এক নেতা, এক পদ নীতির সরাসরি ভঙ্গ বলে মনে করছেন বিএনপি নেতা কর্মীরা। এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই অভিজ্ঞতা, শিক্ষা, আন্দোলন সংগ্রামে আত্মত্যাগ মূল্যায়ন না করে স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠনের অভিযোগও করেছেন অনেকে।

    আপনার মতামত দিন