১৪ বছর পর কেরানীগঞ্জে হত্যা মামলার আসামি আটক

105

২০০৬ সালে কেরানীগঞ্জ  মডেল থানার জিনজিরা হুক্কাপট্রির ব্যবসায়ী হাজী বাচ্চু মিয়াকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দিবালোকে গুলিকরে হত্যা মামলার প্রধান আসামী ওয়াসিম কসাই ওরফে জসিমকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কেরানীগঞ্জ  মডেল থানার এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল জিনজিরার বন্দ ডাকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, হত্যাসহ একাধিক মামলার আসামী এই জসিম। এ ব্যাপারে  কেরানীগঞ্জ  মডেল  থানায় মামলা   নং-১০(০৬)২০০৬) আসামী ওয়াসিম কসাই ওরফে জসিম উদ্দিনকে প্রধান আসামী করা হয়। আদালতের রায়ে জসিম যাবজ্জীবন দন্ডে দন্ডিত হয়। খুন করার পর পর আসামী সেই সময় থেকেই পলাতক অবস্থায় গা ঢাকা দেয়। দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে পুলিশ হন্য হয়ে খুঁজলেও ধরতে পারেনি।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ২০০৬সালে চাঞ্চল্যকর বাচ্চু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। ওয়াসিম কসাই ওরফে জসিম উদ্দিন, ১/২ হাফেজ রোডের হুক্কা পট্রির মৃত আলমগীর হোসেনের ছেলে।

আপনার মতামত দিন