সুষ্ঠু ও নকল মুক্তভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আগামী ১৪ আগস্ট থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব কোচিং বন্ধ রাখতে বলেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষার আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ডা. দীপু মনি বলেন, সুষ্ঠু ও নকল মুক্তভাবে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে আগামী ১৪ আগস্ট থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিংগুলো বন্ধ রাখতে বলা হয়েছে।
মন্ত্রী জানান, সব প্রকারের কোচিং পরীক্ষার সময় বন্ধ থাকবে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদারকি করবে।
আপনার মতামত দিন