হ্যাকারের কবলে কৃষি ব্যাংক, ৭২ ঘণ্টা পর উদ্ধার

16
হ্যাকারের কবলে কৃষি ব্যাংক, ৭২ ঘণ্টা পর উদ্ধার

বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।রাষ্ট্রীয় মালিকানাধীন এ ব্যাংকের সার্ভার তিন দিন ছিল ‘হ্যাকারের’ দখলে, ফলে অনলাইনে সেবা পেতে ভোগান্তি হয়েছে গ্রাহকদের।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাংকের লেনদেনে বিঘ্ন ঘটছিল। পরে তারা বুঝতে পারেন, ব্যাংকের সার্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকাররা।

কেন্দ্রীয় ব্যাংককে কৃষি ব্যাংক জানিয়েছিল, তাদের সার্ভার ‘ডাউন’ হয়ে গেছে। সে কারণে বৃহস্পতিবার সুষ্ঠুভাবে অনলাইনে লেনদেন করা যায়নি।

পরের ‍দুদিন শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ব্যাংক বন্ধ থাকলেও আইটি বিভাগের কর্মীরা সার্ভারের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।

শেষ পর্যন্ত রোববার সকালে ‘হ্যাকারদের’ কবল থেকে সার্ভার উদ্ধারের চেষ্টায় সাফল্য আসে বলে জানান কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান।

রোববার রাতে তিনি বলেন, “বৃহস্পতিবারে লেনদেন হওয়া তথ্যগুলো পুনরায় সার্ভারে পোস্টিং দিতে হয়েছে। রোববার সকাল থেকে সার্ভার পুরোপুরো সচল হওয়ায় সারাদিন নির্বিঘ্নে লেনদেন করা গেছে।”

অবশ্য রোববারও আধা ঘণ্টা দেরি করে লেনদেন শুরু করতে হয়েছে বলে জানান তিনি।

এই হ্যাকিংয়ের পেছনে কারা দায়ী, তা শনাক্ত করতে পারেননি ব্যাংকটির কর্মীরা। কোনো তথ্য বেহাত হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

অন্য খবর  গভীর রাতে ডাবের আড়তে ভোক্তা, ‘হাতেনাতে ধরা’

সব বিষয় খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শওকত আলী খান।

বিশেষায়িত এ ব্যাংকটি এর আগে ২০২১ সালেও হ্যাকিংয়ের শিকার হয়েছিল।

 

আপনার মতামত দিন