হোয়াইট হাউসে পাওয়া রহস্যজনক সেই পাউডার মূলত ‘কোকেন’

19
হোয়াইট হাউসে পাওয়া রহস্যজনক সেই পাউডার মূলত ‘কোকেন’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে পাওয়া রহস্যজনক পাউডার, কোকেন বলে শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) মার্কিন গণমাধ্যমে জানানো হয় এ তথ্য। খবর রয়টার্সের।

এর আগে রোববার (২ জুলাই) হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে পাওয়া যায় পাউডারগুলো। পর্যটকদের আনাগোনা রয়েছে ওই অংশে। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে হঠাতই রহস্যজনক পাউডার নজরে আসে সিক্রেট সার্ভিস এজেন্টদের। দ্রুত লোকজন সরিয়ে নেয়া হয় ওই এলাকা থেকে। প্রেসিডেন্ট জো বাইডেন সেসময় উপস্থিত ছিলেন না ভবনে।

ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা হাজির হয়ে সংগ্রহ করেন আলামত। প্রাথমিক পরীক্ষাতেও দ্রব্যটি কোকেন বলে ধারণা করেছিলেন বিশেষজ্ঞরা। তবে এই দ্রব্য কীভাবে হোয়াইট হাউসে পৌঁছালো তা নিয়ে চলছে তদন্ত।

 

 

আপনার মতামত দিন