হুকুম আলী চোকদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

547

ইউপি নির্বাচনের প্রথম ধাপে ঢাকার দোহার উপজেলায় ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল শনিবার সকালে বিলাশপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুকুম আলী চোকদার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি এ বিলাশপুর ইউনিয়নের হাজারবিঘা গ্রামে সহিংসতায় তিনজন খুন হয়েছিল। তাই নির্বাচন আসলেই এ ইউনিয়নের সাধারণ জনগণ আতঙ্কে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাবেক সভাপতি অমিতাভ পাল অপু, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজহারুল হক প্রমুখ।

আপনার মতামত দিন