সুতারপাড়া হলের বাজারে এক রাতে তিন দোকানে চুরি

420

কাজি জিয়াদ ♦ ৩ই এপ্রিল রবিবার সুতারপাড়ার হলের বাজারে এক রাতে তিন দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙ্গে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তিনটি দোকান, রামপ্রাসাদ মিষ্টান্ন ভান্ডার, দিনা স্টোর ও রজনীগন্ধা ভ্যারাইটিস স্টোরএ পরপর এই চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে রামপ্রাসাদ মিষ্টান্ন ভান্ডারএর মালিক রাম প্রাসাদ ঘোষ জানান যে, তার দোকান থেকে নগদ ২১,৬০০ টাকা চুরি সহ ২০মণ মিষ্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা। দিনা স্টোরের মালিক মোহাম্মদ মিঠুন জানান নগদ ২,৪০০ টাকা ও একটি মোবাইল সেট খোয়া গিয়েছে। রজনীগন্ধা ভ্যারাইটিস স্টোরের মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান দোকান হতে বিভিন্ন ধরণের পণ্য নিয়ে গিয়েছে দুর্বৃত্ত। সকাল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোহার থানায় একটি জেনারেল ডাইরি করা হয়েছে।

আপনার মতামত দিন