সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন নির্মল রঞ্জন গুহ

    952

    বুধবার দোহার থানায় আয়োজিত অনুষ্ঠানে আগমনের সময় সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য ভয়াবহ দূর্ঘটনায় থেকে রক্ষা পেয়েছে দোহার নবাবগঞ্জের খ্যাতিমান রাজনীতিবীদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও তার স্ত্রী আলো গুহ। কিন্তু তার ব্যাক্তিগত গাড়িটির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়। এতে তার ড্রাইভার আহত হন, নির্মল রঞ্জন গুহ ও তার স্ত্রী পিছনের সিটে থাকায় রক্ষা পান। বিনয়ী এই রাজনীতিবীদ নগর পরিবহনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি।
    এ ব্যাপারে বাবু নির্মল রঞ্জন গুহ নিউজ৩৯ কে জানান, তিনি ও তার স্ত্রী ঢাকা থেকে দোহার থানার প্রোগ্রামে আসার সময় দোহারের শাইন পুকুরের নিকটবর্তী আসলে বিপরীত থেকে ঢাকাগামী নগর পরিবহনের একটি বাস সরাসরি সামনে ধাক্কা দেয়, এতে আমার ড্রাইভার তাৎক্ষণিক ব্রেক কষলে আমরা বেঁচে যাই, কিন্তু গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ রুপে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় তিনি স্রিষ্টিকর্তা ও জনগণের দোয়াকে আশীর্বাদ মনে করেন।

    আপনার মতামত দিন