দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

228

ঢাকার দোহার উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাহালুল (৮) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা খোকন বেপারী ও বড় বোন খুশবু (১১) আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নারিশা পশ্চিম চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাহালুল মালিকান্দা গ্রিনলিফ প্রিপ্রারেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেলে করে স্কুলের উদ্দেশে রওয়ানা দেন খোকন বেপারী। তারা ঢাকা-দোহার আন্তঃসড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শিশু খোকন বেপারী, বাহালুল ও খুশবু আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথে বাহালুলের মৃত্যু হয়। আহত খোকন বেপারী ও খুশবুকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক জানান,খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত দিন