নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

221

আসাদ সবুজ, নিউজ৩৯.নেট ♦ ঢাকা জেলার নবাবগঞ্জের মহব্বতপুর বড় ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনায় আন্না বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার বান্দুরা মর্ডান ক্লিনিকের আয়া বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত আন্না বেগম উপজেলার সাদাপুর গ্রামের মো. হাসানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় মহব্বতপুর বড় ব্রিজের সামনে পৌঁছলে, ঢাকা থেকে বান্দুরাগামী দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আপনার মতামত দিন