স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের অভিযান, ২৫ জনকে অর্থদন্ড

391

ঢাকার দোহারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে কঠোর অবস্থানে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দোহারের মেঘুলা বাজার, হলের বাজার ও জয়পাড়া বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালনা করা হয়।

২১ নভেম্বর (শনিবার) সকালে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা, মাস্ক বিতরণ সহ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৫ জনকে অর্থদন্ড প্রদান করেন তিনি।

এ সময় দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হতে হবে। উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত দিন