স্বাধীনতা দিবসে বর্ণিল সাজে রঙ্গিন দোহার নবাবগঞ্জ

605

শরিফ হাসান,নিউজ৩৯ঃ স্বাধীনতা দিবস উপলক্ষে লাল-সবুজের পতাকা আর বর্ণিল সাজ শোভা পাচ্ছে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন স্থান। ছুটির আমেজে পরিবার-পরিজন নিয়ে দোহারবাসী ঘুরছেন দোহার মৈনটঘাট ও ডাকবাংলো ঘেরা স্থানগুলোতে। আর নবাবগঞ্জের প্যালেস পার্ক, ওয়ান্ডারল্যান্ড, কলাকোপার পুরানা বাড়ীগুলোতে ছিল মানুষের উৎসব মুখর উপস্থিতি।

জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবার সংগ্রাম ও গৌরবময় জীবন উৎসর্গের মধ্য দিয়ে বাঙালি পায় লাল-সবুজের পতাকা আর একটি স্বাধীন দেশ। স্বাধীনতা দিবসে তাই লাল-সবুজের পতাকায় সাজানো হয়েছে ডিজিটাল লাইট দিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলা, দোহার থানা, মুক্তিযোদ্ধা অফিস ও পৌরসভা। এই ডিজিটাল লাইট এ দোহারকে আরো সুন্দর করে রুপদেয় এই আলোক বাতি গুলো।

আপনার মতামত দিন