স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন

86
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে নবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নয়নশ্রী ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রাহুৎহাটি চল সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে রাহুৎহাটি চল সংঘের মাঠে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের উদ্ভোধন করেছেন নবাবগঞ্জ উপজেলার তাঁতি লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় খানেপুর কিশোর সংঘ রাধাঁকান্তপুর ইউনাইটেড ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।

রাহুৎহাটি চল সংঘের সভাপতি মো. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও পূর্বাণী যুব সংঘের সভাপিত মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন ভূঁইয়াসহ ক্লাবের অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন