দোহারে নগদ টাকাসহ ২৮ ভরি স্বর্ণালঙ্কার লুট

214

কার্ত্তিকপুর প্রতিনিধি, নিউজ৩৯ ♦ বুধবার ঢাকার দোহার উপজেলার কার্ত্তিকপুর এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে এলাকার নজরুল শিকদার মাখনের বাড়িতে ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে। তারা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ২৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৩ হাজার টাকাসহ প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতিতে ব্যবহৃত সেলাইরেঞ্জ, পাইপরেঞ্জসহ তাদের পরিহিত জ্যাকেট ও হাতমোজা উদ্ধার করেছে।

পুলিশ ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।

আপনার মতামত দিন