ঢাকা জেলার স্কুল সাঁতারে নবাবগঞ্জের নাজমুল ও সিয়াম সেরা

359

ঢাকা জেলা পর্যায়ের স্কুল সাঁতার প্রতিযোগিতা সোমবার মিরপুরস্থ জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। শুধু ছেলেদের এই প্রতিযোগিতায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নাজমুল হোসেন ও আগলা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ের মো. সিয়াম নিজ নিজ গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

দুজনই নিজ নিজ গ্রুপ থেকে ১০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার ফ্রি স্টাইলে ১ম ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২য় স্থান অধিকার করেছেন।

এছাড়া ব্যাকস্ট্রোকে নবাবগঞ্জের আরিফ হোসেন, বাটারফ্লাইয়ে নাজিবুল্লাহ ও মো. শাহরিয়ার, ব্রেস্টস্ট্রোকে ইমন ইসলাম ও রুহুল আমীন ১ম স্থান লাভ করেন।

আগামী ১৬ সেপ্টেম্বর অঞ্চল পর্যায়ের সাঁতার অনুষ্ঠিত হবে।

আপনার মতামত দিন