স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় এক ব্যক্তির কারাদণ্ড

241

নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে শেখ মুক্তার (৫০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মুক্তার উপজেলার বাহ্রা ইউনিয়নের শুভরিয়া গ্রামের বাসিন্দা।

নবাবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. হাসান জানান, সকাল ১০টার দিকে স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা তাকে ধরে পুলিশে দেন। পরে দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

আপনার মতামত দিন