সৌন্দর্য ফেরাতে রাস্তায় দোহার পৌরসভার কর্মীরা

512
দোহার পৌরসভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে দোহারে সৌন্দর্য ফেরাতে আজ (বুধবার) থেকে মাঠে নামছে দোহার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।

দোহার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোহারের বিভিন্ন জয়গায় নির্বাচনী পোস্টার অপসরনে নেমেছে দোহার পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এই কাজটি শুরু করা হয় জয়পাড়া বাজার থেকে।

বুধবার সকালে দোহার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দোহার পৌরসভা পরিচ্ছন্নতাকর্মীরা জয়পাড়ায় বাজারে ছেয়ে যাওয়া পোস্টার অপসারণের কাজে নেমেছেন। জয়পাড়া বাজারের ভেতরে ও বাহিরে এসব পোস্টার অপসারণ করছেন তারা।

এসব পোস্টার অপসারণের কাজে অংশ নেয়া পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, পৌরসভার এলাকা পরিচ্ছন্নতার লক্ষ্যেই পৌরসভার নির্দেশে আমরা পোস্টার অপসারণ করে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। আর এরি ধারাবাহিকতায় আমরা দোহার পৌরসভার সৌন্দর্য ফেরাতে কাজকরে যাবো।

আপনার মতামত দিন