সৌদি আরবে হৃদরোগে দোহারে এক ব্যক্তির মৃত্যু

1109
সৌদি আরবে হৃদরোগে দোহারে এক ব্যক্তির মৃত্যু
রিয়াদ থেকে ৮০কিলোমিটার দূরে হোরাইমালা নামক এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে রবিজাল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশী মারা গেছেন। মঙ্গলবার (১৬মে) সকালে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত স্থানীয় হোরাইমালা জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান  রবিজাল ইসলাম মৃধা।
রবিজাল ইসলাম মৃধা উরফে রবি মৃধা ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর গ্রামের জহের আলী মৃধার ছেলে। তিনি হোরাইমালাতে একটি কৃষি খামার ভাড়া নিয়ে চাষাবাদ করতেন।
রবিজাল মৃধা ২৯ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব আসেন এবং গত ১৩ বছর যাবত স্ত্রী সন্তান নিয়ে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। তার লাশ  বর্তমানে হোরাইমালা জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
আপনার মতামত দিন