সৌদি আরবে দোহার প্রবাসীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

1419

আছিফ সজল: বিদ্যুপৃষ্ঠ হয়ে সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন একজন দোহার প্রবাসী। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের কবির হোসেন বেপারির ছেলে। তার নাম সাব্বির হোসেন জিহাদ(২৪)। গতকাল শনিবার ১৮ আগস্ট জেদ্দায় কাজ করা অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যান জিহাদ।

গতমাসের অর্থাৎ ১২ জুলাই ২০২৪ তারিখে ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দার পারি জমান জিহাদ। সদ্য পৃথিবীর মুখ দেখা সন্তানের মুখ দেখেই সৌদি আরবের উদ্দেশ্যে পাড়ি জমান জিহাদ। সন্তানের মুখ দেখে সৌদি পাড়ি জমানো জিহাদের ভাগ্য হলো না পুনরায় তার সন্তানের মুখ দেখার। তার আগেই তিনি পাড়ি জমালেন অনন্ত অসীমের পথে।

এদিকে জিহাদের লাশ দেশে আনা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। লাশ ফেরত আনার ব্যাপারে পরিবার এখনো কোন সিদ্ধান্ত নিতে পারে নি পরিবার। লাশ দেশে আনার ব্যাপারে অর্থ ও প্রশাসনিক জটিলতা হয়ে দাড়িয়েছে মূল সমস্যা। সরকারি ব্যবস্থাপনায় তার লাশ দেশে আনার ব্যাপারে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন দোহারের জনসাধারণ।

আপনার মতামত দিন