সৌদিতে সড়ক দুর্ঘটনায় দোহারের ২ জনসহ নিহত ৩

2347

সৌদি আরবের জিজান থেকে রিয়াদে আসার পথে ওয়াদি আল দরুস নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় দোহারের দুইজনসহ তিন জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন দোহার উপজেলার জয়পাড়া এলাকার মো.সেলিম, মাহমুদপুর ইউনিয়নের মুসলিম মোল্লা এবং অপর একজন মানিকগঞ্জের আব্দুর রশীদ। এছড়াও ফরিদপুরের ভাঙ্গা থানার মো.হারুন নামে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ ২৪ মার্চ শুক্রবার ছুটির দিন হওয়ায় স্থানীয় কয়েকজন বাংলাদেশী সৌদি আরবের জিজান থেকে রিয়াদে আসার সময় ওয়াদি আল দরুস নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।

এ বিষয়ে ফলোআপ জানতে সাথে থাকুন নিউজ থার্টিনাইনের।

আপনার মতামত দিন