সৌদিতে প্রবাসীদের ব্যবসা-চাকরিতে নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশিরা

223

সৌদি আরবে পেশা পরিবর্তনের সুযোগ পেলেও, বিনিয়োগকৃত লাখ লাখ টাকা লোকসানের আশঙ্কা করছেন সৌদি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। চশমা, ঘড়ি, তৈরি পোষাক ও খুচরা যন্ত্রাংশের মত ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের। সৌদি সরকার এই খাতগুলোতে প্রবাসীদের ব্যবসা ও চাকরিতে নিষেধাজ্ঞা জারি করায় এ নিয়ে বিপাকে রয়েছেন তারা।

 দীর্ঘ ১২ বছর সৌদিতে ব্যবসা করছেন গাজীপুরের প্রবাসী মোহাম্মদ গুলজার মোল্লা। শুরুতে সৌদি নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলেও, পরে নিজ কর্মদক্ষতায় চীনের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সৌদিতে কয়েক লাখ রিয়াল বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। কিন্তু চলতি বছর সৌদি সরকার এ ব্যবসায় বিদেশিদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এতে ব্যবসার মূলধনসহ পুঁজি হারানোর শঙ্কা করছেন তিনি।

একই ধরনের ব্যবসা করছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নজরুল ইসলাম মানিক। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে তিনিও চরম হতাশায় ভুগছেন।

এছাড়া বিদেশিদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে তৈরি পোষাক, ঘড়ি, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়। এ অবস্থায় পেশা পরিবর্তনের মাধ্যমে সমস্যার সমাধান হবেনা বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রবাসী ব্যবসায়ীরা।

অন্য খবর  লিবিয়া থেকে ফিরল আরও ১৩৯ অনিয়মিত বাংলাদেশি

এদিকে বৃহস্পতিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশা পরিবর্তনের বিষয়টি দেশটির অভ্যন্তরীন সিদ্ধান্ত হওয়ায় কোন মন্তব্য করেননি। তবে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানান।

পেশা পরিবর্তনের বিষয়ে এখনো সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হয়নি। কোন কোন পেশা পরিবর্তন হবে এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদেরকে দ্রুত জানানো হবে বলেও জানান রাষ্ট্রদূত। সৌদি আরব থেকে আগের বছরের তুলনায় গত অর্থ বছরে প্রায় চল্লিশ কোটি মার্কিন ডলার বেশি অর্থ পঠিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা।

আপনার মতামত দিন