সৌদিতে কাজের ভিসার মেয়াদ কমল

431

সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের ভিসার ক্ষেত্রে ভিসার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে এক বছর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সৌদি গ্যাজেট এ খবর প্রকাশ করে।

সৌদির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আলি আল-গাফিস এক নির্দেশনায় জানান, ভিসার এই নতুন নিয়ম সরকারি প্রতিষ্ঠান এবং গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সৌদির শ্রম আইন অনুযায়ী, শ্রম বাজারে দক্ষতা বৃদ্ধির প্রয়োজন মনে করলে শ্রম মন্ত্রণালয় এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।

সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, শ্রম মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন এই আইন বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে।

আপনার মতামত দিন