সোহরাওয়ার্দীতে সমাবেশে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মিছিল

256
সোহরাওয়ার্দীতে সমাবেশে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কুশ বিজয় উদযাপনের লক্ষ্যে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহন করেন৷ মিছিলটি গুলিস্তান, পুলিশ হেডকোয়ার্টার, দোয়েল চত্বর হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে প্রবেশ করেন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কেন্দ্রীয় যুব লীগের সহ- সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারন সম্পাদক জালাল উদ্দিন, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, আওয়ামী লীগ নেতা অসীম সরকার প্রমুখ৷

আপনার মতামত দিন