নেটফ্লিক্স

কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে মার্কিন বিনোদনমূলক প্রতিষ্ঠান নেটফ্লিক্সকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ গতবার কানে দেখানো তাদের প্রযোজিত দুটি ছবির একটিও রূপালি পর্দায় মুক্তি পায়নি। উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমো এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

গত বছর নেটফ্লিক্স প্রযোজিত দুটি ছবির প্রদর্শনী হয় কানের প্রতিযোগিতা বিভাগে। এগুলো হলো ‘ওকজা’ ও ‘দ্য মেয়ারোউইৎজ স্টোরিস’। তখনই আয়োজকরা জানিয়েছিলেন, এগুলো প্রেক্ষাগৃহে মুক্তি না পেলে নেটফ্লিক্স আবারও এ উৎসবের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

ফ্রান্সের লে ফিল্ম ফ্রাসোয়া ম্যাগাজিনকে থিয়েরি ফ্রেমো বলেছেন, ‘গত বছর নেটফ্লিক্সের দুটি ছবি নির্বাচনের পর ভেবেছিলাম এগুলো সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য তাদেরকে বোঝাতে সক্ষম হবো। আমার ধারণা ভুল ছিল, তারা বড় পর্দায় ছবি মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছেন।’

ফ্রেমো আরও বলেন, ‘প্রিমিয়ারের আগে লালগালিচার জৌলুস ভালো লেগেছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষের। তারা আমাদের এখানে আরও ছবি দেখাতে চেয়েছিলেন। কিন্তু তাদেরকে বুঝতে হবে, নিজেদের ব্যবসাকে ঘিরে থাকা একগুঁয়েমি আমাদের নিজস্বতার সঙ্গে সাংঘর্ষিক।’

যদিও জানা গেছে, প্রতিযোগিতার বাইরের বিভাগে ছবি দেখানোর সুযোগ দেওয়া হতে পারে নেটফ্লিক্সকে।

অন্য খবর  হাসপাতাল বানাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

এদিকে থিয়েরি ফ্রেমো আগেই জানিয়েছেন, কানের লালগালিচায় এবার সেলফি নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে এই সিদ্ধান্ত আলোড়ন সৃষ্টি করেছে। তার চোখে, ‘এটি জগাখিচুড়ি পরিস্থিতি সৃষ্টি করে।’

সেলফিকে কালোতালিকাভুক্ত রাখা সেকেলে ধারণাকে প্রতিষ্ঠিত করা কিনা প্রশ্ন উঠেছে। থিয়েরি ফ্রেমোর কথায়, ‘মোটেই না। বরং সেকেলের বিপরীত। দেখবেন অন্য উৎসবগুলোতেও এটা অনুসরণ করা হবে।’

এবার প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ারের আগে প্রেস স্ক্রিনিং হবে না বলেও জানিয়েছেন থিয়েরি ফ্রেমো। কোনও কোনও ছবি সাধারণ দর্শক ও সাংবাদিকদের দেখানো হবে একসঙ্গে।

উৎসবটি শুরু হবে আগামী ৮ মে। এর পর্দা নামবে ১৯ মে। তার আগে ১২ এপ্রিল ঘোষণা করা হবে প্রতিযোগিতা বিভাগের ছবিগুলোর নাম। এবার বিচারকদের প্রধান থাকবেন অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

আপনার মতামত দিন