সেরা করদাতা সম্মাননা পেলেন সালমান এফ রহমান ও এ এস এফ রহমান

89
সেরা করদাতা সম্মাননা পেলেন সালমান এফ রহমান ও এ এস এফ রহমান

সেরা করদাতা সম্মাননা ও ট্যাক্স কার্ড পেয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তাঁর ভাই এ এস এফ রহমান।  গত বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত করদাতা সম্মাননা অনুষ্ঠানে তাঁদের প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।

বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ট্যাক্সে নিবন্ধিত সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ঢাকা-১ আসনের (নবাবগঞ্জ- দোহার) সংসদ সদস্য।  এ এস এফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান।  তাঁরা দুজনই ২০২২-২৩ কর বর্ষে ঢাকা সিটি করপোরেশন শ্রেণিতে সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন।

বেক্সিমকো গ্রুপ দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ।  তৈরি পোশাক, ওষুধ, জ্বালানি, সিরামিক, প্রযুক্তি, গণমাধ্যম, ব্যাংকসহ নানা খাতে বিনিয়োগ আছে বেক্সিমকোর। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানি করে। ৬০ হাজারের বেশি কর্মসংস্থান করেছে বেক্সিমকো।

সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ডক্টর খায়েরুজ্জামান মজুমদার ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।  এবার সর্বোচ্চ কর দেওয়ায় সারা দেশের ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে এনবিআর। আয়কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করতে এ সম্মাননা দিচ্ছে সংস্থাটি।

আপনার মতামত দিন