সেবার মন্ত্রে দীক্ষিত হলো পদ্মা কলেজের ৫০ রোভার

303
সেবার মন্ত্রে দীক্ষিত হলো পদ্মা কলেজের ৫০ রোভার

সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করব – এই মূলমন্ত্র নিয়ে স্কাউটস এর বায়োজ্যৈষ্ঠ শাখা রোভার শাখায় দীক্ষা নিল পদ্মা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর নতুন ৫০ সদস্য।

দেশের যেকোনো সেবা মূলক কাজের জন্য প্রস্তুত তারা। শনিবার দুপুরে পদ্মা কলেজ রোভার স্কাউট লিডার মোল্লা মো. ইমদাদুল হক চান, গার্ল ইন রোভার লিডার আসমা আক্তার পাপিয়া ও শামিমা নাসরিন সাফিয়া স্কাউট প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে রোভার দের দল ভুক্ত করে নেন।

উল্লেখ্য পদ্মা কলেজের  রোভারগণ হজ্জ ক্যাম্প, সড়ক সেচ্ছাসেবক সহ বিভিন্ন জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপ সভাপতি জনাব জালাল হোসেন, সাবেক অধ্যক্ষ জনান মুজিবুল হায়দার, কলেজের প্রভাষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যগন।

আপনার মতামত দিন