সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল ‘বর্ণমালার’ ২য় শাখা উদ্বোধন

253
সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল 'বর্ণমালার' ২য় শাখা উদ্বোধন

আবু বকর,নিউজ৩৯ঃ দোহার-নবাবগঞ্জ এর কিছু উদ্যমী সেচ্ছাসেবী তরুণদের দোহারে বর্ণমালা বিদ্যালয়ের ২য় শাখার কার্যক্রম শুরু হলো। সুবিধা বঞ্চিত ইটভাটার শিশুদের পাঠদানের অস্থায়ী এই বিদ্যালয়টির কার্যক্রম উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপস্তিত ছিলেন তরূণদের এই প্রচেষ্টার মুখপাত্র মোঃ জামান, মোঃ মুয়াজ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরিফসহ আরো অনেকে।

আপনার মতামত দিন