সুতারপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হায়দার আলী বেপারীর মটর শোভাযাত্রা

489

তৌহিদ, নিউজ৩৯ঃ ঢাকার দোহার উপজেলায় আসন্ন সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হায়দার আলী বেপারী মটর শোভাযাত্রা ও জনসংযোগ করেন।

বুধবার বিকাল ৪ ঘটিকায় হায়দার আলী বেপারী তার নিজ বাড়ির সামনে থেকে মটর শোভাযাত্রা শুরু করেন। মুন্সি কান্দা দরবার শরীফে রহমান শাহ’র মাজার জিয়ারত করে মুন্সি কান্দা, ঘারমোড়া, সুতার পাড়া,কাজিরচর, দোহার, গাজির টেক, ডাইয়ারকুম, বুয়ালী এলাকায় তিনি মটর শোভাযাত্রা ও জনসংযোগ করেন। মরিচাধরা সুতারপাড়া ইউনিয়নকে সুন্দর ও আধুনিকায়ন করাই তার লক্ষ্য বলে তিনি জানান। এসময় তার সাথে জনসংযোগে অংশগ্রহণ করেন সুতারপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগন, সমর্থক ও এলাকার বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন