সুখেদুঃখে পাশে আছি আমি ও স্বেচ্ছাসেবকলীগ : নির্মল রঞ্জন গুহ

316

শুক্রবার নিজ উদ্যোগে দোহার উপজেলায় ৬০০ পরিবারের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেছেন স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ – সভাপতি নির্মল রঞ্জন গুহ। এ সময় তিনি বলেন, আমি এই মাটির সন্তান। আমি নদী ভাংগনে আমার সব হারিয়েছি। আমি বুঝি মানুষের কষ্ট। আমি আপনাদের আপনজন। সুখে দু:খে আপনাদের পাশে ছিলাম,আছি, থাকবো। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ও আমার স্বেচ্ছাসেবক লীগ সব সময় আপনাদের পাশে আছে। তিনি আরও বলেন, আজ দোহার শান্তির জনপদ। সারা বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। তাই আগামী নির্বাচনে নৌকাকে ভোট দিন, নৌকা বিজয়ী করুন। তিনি দোহারের ধোয়াইর ও নয়াবাড়ি গ্রামে শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করেন, যা চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুরুজ আলম সুরুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সীমান্ত শিকদার, ওয়াসিম রহমান, ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম, অনুপম গুহ নয়ন সহ আরো অনেকে।

আপনার মতামত দিন