সিলেটে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

15
সিলেটে প্রাইভেটকার ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন দুই জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে উপজেলার ভোলাগঞ্জের খাগাইল এলাকায় সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ আবদুল আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার শিকার মাইক্রো ও অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আপনার মতামত দিন