কারচুপি ও অনিয়মের অভিযোগে সিরাজুল ইসলাম ভুলুর নির্বাচন বর্জন

403
সিরাজুল ইসলাম ভুলু , নাজমূল হুদা ও অন্যান্যরা

দোহার উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ভুলু দুপুর দেড়টায় নির্বাচনে ‘ব্যাপক কারচুপি, ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং ভয়-ভীতি দেখানো’র অভিযোগে নির্বাচন বর্জন করেন।

দুপুর দেড়টায় দোহারের জয়পাড়াস্থ এবি ব্যাংকের উপরে বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এই ঘোষণা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যা. নাজমুল হুদা, বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ, উপজেলা কলেজ শাখা ছাত্রদল সভাপতি জহিরুল ইসলামসহ আরো অনেকে। উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মেহবুব ও ইতিমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

আপনার মতামত দিন