সিরাজদিখানের পাউসারে ইয়াবাসহ আটক ১

342

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের উত্তর পাউসার গ্রাম থেকে গত বুধবার রাতে মো. নাজমুল খান (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকের দাবি করেছে পুলিশ। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ২১০টি ইয়াবা উদ্ধার করে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্র। নাজমুল খান উত্তর পাউসার গ্রামের বাসিন্দা।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, নাজমুলকে তাঁর নিজ বাড়ি থেকে ওই ইয়াবাসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

আপনার মতামত দিন