সিআইপি কার্ড পেলেন নবাবগঞ্জের আক্কাস মোল্লা

369
আক্কাচ মোল্লা

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আক্কাস উদ্দিন মোল্লা সিআইপি (রপ্তানি) কার্ড পেয়েছেন। সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিন মোল্লা ওসমান গ্রুপ আব ইন্ড্রাস্ট্রিজ, ওসমানিয়া মেমরিয়াল ট্রাস্ট এবং শাহজালাল ইসলামী ব্যাংক-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বান্দুরা হলিক্রশ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব সুভাশীষ বসু, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, মুনতাকিম আশরাফ প্রমূখ।

আপনার মতামত দিন