সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই – নাজমুল হুদা

    353

    সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

    সোমবার ঢাকার বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনের প্রতীক পাওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ প্রতীক পেয়েছেন নাজমুল হুদা।

    প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিংহ কখনো পরাজিত হয় না, সিংহ যেমন বনের রাজা, আমিও গুলশানের রাজা হতে চাই। আমি এ নির্বাচনে জিতব।’

    ঢাকার-১৭ আসনে অনেক জনপ্রিয় প্রার্থী থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী নাজমুল হুদা।

    নাজমুল হুদা বলেন, নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকব, আমাদের স্লোগান সহিংস না। সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন কায়েম করব। এলাকার মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার চেষ্টা করব। এছাড়া এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের দাবি পূরণ করার চেষ্টা করব।

    শুরুতে তার মনোনয়ন বাতিল হলেও নির্বাচন কমিশনে তিনি আপিল করলে তা বৈধ ঘোষণা করা হয়।

    ঢাকা-১৭ আসনের অন্য প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ধানের শীষ প্রতীক নিয়ে আন্দালিব রহমান পার্থ, আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফারুক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    আপনার মতামত দিন