সাহারা মরুভূমিতে মিললো ২৭ মরদেহ

22
সাহারা মরুভূমিতে মিললো ২৭ মরদেহ

সাহারা মরুভূমিতে মিললো ২৭ অভিবাসনপ্রার্থীর মরদেহ। তারা সবাই তিউনিসিয়া থেকে বিতাড়ণের শিকার। লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে বুধবার (৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যমে এ তথ্য জানায়।

তাদের দাবি, প্রায় প্রতিদিন দেড় শতাধিক আশ্রয়প্রার্থী পৌঁছাচ্ছেন সীমান্ত শহর মিসরাতায়। অঞ্চলটিতে দিনের বেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পায়ে হেঁটে দীর্ঘপথ পাড়ি দেয়ার কারণে পানিশূন্যতায় অনেক অভিবাসনপ্রার্থী হিটস্ট্রোক করছেন। লিবিয়া সীমান্ত পর্যন্তও আসতে পারছেন না। তাদের কাছে পর্যাপ্ত পানি, খাবার বা তাবু না থাকার কারণে বাড়ছে প্রাণহানি।

হিউম্যান রাইটস ওয়াচ মানবেতর সংকট সৃষ্টির জন্য দায়ী করছে তিউনিসিয়াকে। তাদের বক্তব্য, জুলাইয়ে তিউনিসিয়ার বন্দর নগরী স্ফাসেক্সে ছড়ায় অসন্তোষ। প্রাণ হারান এক স্থানীয়। এরপর থেকে আফ্রিকান অভিবাসনপ্রার্থীদের প্রবেশে বাঁধা দেয় দেশটি। ঠেলে দেয় মরুভূমির দিকে।

 

আপনার মতামত দিন