সালিশ মানি কিন্তু তালগাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না -ওবায়দুল কাদের

    1100

    রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি মনে করে- ‘সালিশ মানি কিন্তু তালগাছটা আমার’, তাহলে সংলাপ সফল হবে না। বিএনপিকে বাস্তবসম্মত মনোভাব নিয়ে অগ্রসর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
    নির্বাচন কমিশন নিয়ে সংলাপের উদ্যোগ নেয়ায় রাষ্ট্রপতিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অতীত অভিজ্ঞতা সুখকর নয়। জিল্লুর রহমান সাহেব (সাবেক রাষ্ট্রপতি) যখন সংলাপে ডেকেছিলেন, তখনও বিএনপি অংশ নিয়েছিল। এবারও বিএনপি যদি মনে করে- সালিশ মানি কিন্তু তালগাছটা আমার, তাহলে সংলাপ সফল হবে না।’
    বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার রাজনীতি করে, কেউ তাদের বসিয়ে দেবে, এই মানসিকতা হলে তাদের জনসমর্থনের পাল্লা ক্রমেই দুর্বল ও সংকুচিত হবে।
    ‘তিনি বলেন, ‘ভারতে কে ক্ষমতায় আসল, তিনি আমাদের বসিয়ে দেবেন- এই রাজনীতিতে শেখ হাসিনা বিশ্বাস করে না। আমেরিকার কে রাষ্ট্রপতি হবেন, তিনি এলে ক্ষমতায় বসিয়ে দেবেন- এই রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না। আমাদের ক্ষমতায় উত্স দেশের জনগণ।’
    তিনি বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আজকে সংলাপের জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। বিএনপি যদি গণভবনে ৫ জানুয়ারির নির্বাচনের আগের সংলাপে সাড়া দিত তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হয়তো ভিন্নভাবে লেখা হতে পারত।’
    এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট নির্মল রঞ্জন গুহ বলেন, ‘আমরা এই দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের মানুষই আমাদের ক্ষমতায় উৎস।’তাই সকল গণতান্ত্রিক অগ্রযাত্রায় দেশের প্রয়োজনে , নেত্রীর নির্দেশে যে কোন কাজে স্বেচ্ছা – সেবকলীগের নেতা কর্মিরা সর্বোচ্চ আত্মত্যাগে প্রস্তুত।
    স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু, সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।

    আপনার মতামত দিন