ছয় বছর পর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)নতুন কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। কমিটির সভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক হেলাল খান। দোহার উপজেলা চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন সালাহ উদ্দীন মোল্লা। নতুন কমিটিতে তিনি পুনরায় সহ-সভাপতি মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার পরামর্শে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাসাসের ৩০ সদস্য বিশিষ্ট (আংশিক) জাতীয় নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- বাবুল আহমেদ-সিনিয়র সহ-সভাপতি, রাহিজা খানম ঝুনু-সহ-সভাপতি, মনিরুজ্জামান মনির-সহ-সভাপতি, নুর উদ্দিন আহমেদ নুরু-সহ-সভাপতি, আনিসুল ইসলাম সানি-সহ-সভাপতি,ইথুন বাবু-সহ-সভাপতি, শায়রুল কবির খান-সহ-সভাপতি, সালাউদ্দিন মোল্লা-সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম রিপন-সহ-সভাপতি, রিজিয়া পারভীন-সহ-সভাপতি, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির-সহ-সভাপতি, ওবায়দুর রহমান চন্দন-সহ-সভাপতি, লিয়াকত আলী-সহ-সভাপতি, রফিকুল ইসলাম-সহ-সভাপতি, আহসান উল্লাহ চৌধুরী-সহ-সভাপতি, মীর সানাউল হক-সহ-সভাপতি, শাহরিয়ার ইসলাম শায়লা-সহ-সভাপতি,হাসান চৌধুরী-সহ-সভাপতি,বাদশা বুলবুল-সহ-সভাপতি, হান্নান শেলী-সহ-সভাপতিজাহিদুল আলম হিটু-সহ-সভাপতি,আবুল হাশেম রানা-সহ-সভাপতি, জাকির হোসেন রোকন-সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আব্দুল হান্নান মাসুম-যুগ্ম সাধারণ সম্পাদক,মাকসুদুর রহমান টিপু-যুগ্ম সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম স্বপন-যুগ্ম সাধারণ সম্পাদক, দ্বীন মোহাম্মদ মন্টু-যুগ্ম সাধারণ সম্পাদক, চৌধুরী মাজাহার আলী (শিবা সানু)-সাংগঠনিক সম্পাদক।
২০১০ সালে এমএ মালেককে সভাপতি ও মনির খানকে সাধারণ সম্পাদক করে ৩৪৫ সদস্যবিশিষ্ট জাসাসের সর্বশেষ কমিটি ঘোষণা করেছিলেন খালেদা জিয়া।