সালমান রহমানের বিকল্প আর কেউ নাই – বাশার চোকদার

139

দোহার উপজেলার আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে দোহার উপজেলার ফজলুর রহমান ফাউন্ডেশনের সভাকক্ষে (এবি ব্যাংকের ৩য় তলায়) দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক বাসার চোকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয় করার লক্ষ্য আমরা কাজ করে যাবো। আমাদের সবাইকে এক সাথে কাজ করে নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই সাথে আমাদের প্রিয় নেতা সালমান এফ রহমানকেও বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দোহার নবাবগঞ্জ এ তার বিকল্প আর কেউ নাই।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিনসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি সদস্যবৃন্দ।

আপনার মতামত দিন