সালমান রহমানের নির্দেশে দোহার নবাবগঞ্জের নেতা-কর্মীরা সিটি নির্বাচনে সরব

140

জাকির হোসেন নিউজ৩৯: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এম,পি এর নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (গুলিস্তান,পল্টন, তোপখানা রোড, মতিঝিল, শাহবাগ) বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং নৌকা মার্কায় ভোট চান।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরুদ্দিন ঝিলু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোয়াজ্জেমসহ আরো অনেকে।

আপনার মতামত দিন