সালমান রহমানের উদ্যোগে দোহার-নবাবগঞ্জের জন্য ৫২ কোটি টাকা পাশ

1986

নিউজ৩৯;তারেক রাজীবঃ রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক ( ECNEC – Executive Committee of National Economic Council) এর বৈঠকে দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের আওয়ামীলীগের সম্ভাব্য  প্রার্থী সালমান এফ রহমানের বিশেষ সুপারিশে দোহার নবাবগঞ্জের ৭২ টি রাস্তার জন্য ৫২ কোটি টাকা পাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ব্যাপারে নিউজ৩৯কে দোহার উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেন জানান, একনেক এর বৈঠকে সালমান এফ রহমানের বিশেষ চেষ্টায় দোহার নবাবগঞ্জের ৭২ টি রাস্তার জন্য ৫২ কোটি টাকা পাশ হয়েছে। এগুলো হলো মূল রাস্তা থেকে বিভিন্ন শাখা রাস্তা। দোহারের জন্য প্রায় সাড়ে ছাব্বিশ আর নবাবগঞ্জের জন্য প্রায় সাড়ে পচিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যথাসম্ভব অতিদ্রুত এই প্রকল্পের কাজ শেষ হবে। তিনি আরও বলেন, এজন্য প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার সম্ভাব্য প্রার্থী সালমান এফ রহমান কে দোহার নবাবগঞ্জ বাসীর পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

আপনার মতামত দিন