সালমান রহমানের অর্থায়নে ঠিকানা পাচ্ছে ঢাকা জেলা আওয়ামীলীগ

492

শরিফ হাসান ও মো: সুমন, news39.net: ৩ জুন শনিবার প্রথমবারের মতো অফিস পাচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অফিসটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা -১ সংসদ সদস্য সালমান এফ রহমানের অর্থায়নে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয় না থাকায় বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নেতারা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানিয়েছেন, তেজগাঁওয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভবনেই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জন্য জায়গা দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতাও দেবেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।

আপনার মতামত দিন