সালমান এফ রহমানের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ

0
সালমান এফ রহমানের ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ

বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য এবং সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, প্লেসমেন্ট শেয়ার কারসাজি, প্রতারণা ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

আপনার মতামত দিন