সালমান এফ রহমানের পক্ষে মনোনয়ন জমা দিলেন আলমগির হোসেন

207
সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন। দোহার-নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে মনোনয়ন পত্র জমা দেন আলমগির হোসেন।  আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকা-১ আসনে সংসদ সদস্য পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সালমান এফ রহমানের পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহও করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগির হোসেন।

সালমান এফ রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়ার পর  আলমগির হোসেন নিউজ৩৯কে বলেন, দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের জন্য সালমান এফ রহমানের কোন বিকল্প নেই। পদ্মা বাধ, নদী শাষন ইত্যাদি কাজে তার অবদান দোহার-নবাবগঞ্জের সবাই অবগত। তাই দোহার ও নবাবগঞ্জের জন্য সালমান এফ রহমানের বিকল্প এখন নেই।

সালমান এফ রহমানের পক্ষে মনোনয়ন জমা দেয়ার সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগ দক্ষিনের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন