সালমান এফ রহমানের পক্ষে নবাবগঞ্জের আওয়ামী লীগের নেতারা এক কাতারে

364
সালমান এফ রহমান

দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত ও  উন্নয়ন বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে ঘিরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এক কাতারে।

সবাই মিলে নেমেছেন নির্বাচনী মাঠে। কেউ কেউ উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। দোহার-নবাবগঞ্জ উপজেলাকে আধুনিক উপজেলা করার আশা ব্যক্ত করেছেন সালমান এফ রহমান। মহাজোট প্রার্থী সালমান এফ রহমানকে বিজয়ী করতে দুই উপজেলার অভ্যন্তরীণ কোন্দল ঝেড়ে ফেলে এক নৌকায় নেতাকর্মী। ভোটাররা বলছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগই সালমান রহমানকে নির্বাচনে জয়ী করবে।

নবাবগঞ্জ উপজেলার যেসব নেতাকে মাঠে দেখা যায় তারা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী ইউনিক গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী টিপু, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন অর রশিদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ফকু, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবন্য, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ, ডা. এসএম হান্নান,  নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা শিমু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরে আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল। উপজেলার ১৪টি ইউনিয়নের আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন। উপজেলার ১৪টি ইউনিয়নের ১০টি ইউনিয়নের চেয়ারম্যান সালমান এফ রহমানকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। তারা হলেন- শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, বারুয়াখালী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান আলহাজ ইব্রাহীম খলিল, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিংহ, শোল্লা ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন, বক্সনগর ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. শাফিল উদ্দিন,  কৈলাইল ইউপি চেয়ারম্যান পান্নু মিয়া, চূড়াইন ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ব্যাপারী প্রমুখ।

অন্য খবর  ডুসাডের এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এব্যাপারে  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বলেন- আমাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমদ ঝিলু বলেন,  নৌকার প্রার্থী সালমান এফ রহমানকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসন উপহার দেবো। এই লক্ষ্যে আমরা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এক কাতারে মিশে গেছি। সেই লক্ষ্যেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

আপনার মতামত দিন