সালমান এফ রহমানই ঢাকা-১ এর নৌকার মাঝি

757

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকেই ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ঘোষনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। আজ রবিবার ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সাক্ষরিত এক চিঠিতে সালমান এফ রহমানের এই মনোনয়ন নিশ্চিত করা হয়। সালমান এফ রহমানের একান্ত ব্যক্তিগত সচিব ওবায়দুর রহমান নিউজ৩৯কে সালমান এফ রহমানের মনোনয়নের ব্যাপারে নিশ্চিত করেছেন।

এদিকে গত কয়েকদিন মনোনয়ন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা থাকার পর আজ সকালে আওয়ামী লীগের ঘোষনায় অনেকটাই হাপ ছেড়েছেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীরা। ফেসবুক্সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল ৯টার দিকে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সালমান এফ রহমানের মনোনয়নের খবর। খবরে উচ্ছ্বাসের সাথে সাথে গত তিন বছরে দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে সালমান এফ রহমানের ভূমিকার কথা মনে করিয়ে দেন আওয়ামী লীগের নেতা কর্মীরা।

আপনার মতামত দিন